মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হামলার শিকার এক ব্যবসায়ী মামলা করে প্রাণহানি হুমকিতে আছেন বলে অভিযোগ করেছেন। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, অভিযোগটি সত্য নয়।
হবিগঞ্জ আদালতে দায়ের করা মামলার সূত্রে জানা যায়, উপজেলার চৌমোহনী ইউনিয়নের তুলশীপুর বাজারের বেকারি মালিক মোফতারিন হাসান নয়নের সঙ্গে একই গ্রামের মাহমুদ হাসান সুমনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছে। এর জের ধরে গত ৩ জানুয়ারি সকালে মোফতারিন হাসান নয়ন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন। এ সময় তার মা, স্ত্রী ও সন্তান এগিয়ে এলে তারাও আহত হন।
মোফতারিন হাসান নয়ন বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাহমুদ হাসান সুমন সহ ৭ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
মামলার পর থেকে প্রতিপক্ষ তাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করা হয়েছে।
কিন্তু মাহমুদুল হাসান সুমন জানান, হুমকির অভিযোগ সত্য নয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় কেউ মামলা করেনি। আদালতে মামলা হয়েছে বলে তিনি শুনেছেন।