মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র আচার্য্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, মাধবপুর প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, ব্র্যাক ওয়াশ প্রোগ্রামের পিএ প্রশান্ত চক্রবর্তী ও পিও আমজাদ হোসেন।
Leave a Reply