মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বালিউড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে মাসুমা বেগমের সঙ্গে ২০০৮ সালে বিয়ে হয় মাধবপুর উপজেলার বোরহানপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে আল আমিনের। শনিবার বিকেলে হঠাৎ করে অগ্নিদগ্ধ হন মাসুমা বেগম। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তিনি মারা যান।
মাসুমা বেগমের স্বজনদের অভিযোগ, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার স্বামী আল আমিনকে পুলিশ আটক করেছে।
অন্যদিকে উপজেলার ইটাখোলা গ্রামে স্বামীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার খড়কি গ্রামের আব্দুস শহীদের মেয়ে পরিবার কল্যাণ সহকারী হাসিনা আক্তার হাসিকে প্রায় ১১ বছর আগে ভালবেসে বিয়ে করেন নোয়াপাড়া ইউনিয়নের ইটাখেলা গ্রামের হেবজুর রহমনের ছেলে সাইফুর রহমান মুর্শেদ; কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলতে থাকে। এরই মধ্যে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।
সোমবার সকালে ঘরের ভিতর গলায় ফাঁস লাগানো অবস্থায় সাইফুর রহমান মুর্শেদকে মৃত পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সাইফুর রহমান মুর্শেদের বড়ভাই শফিকুর রহমান শামিম জানান, স্ত্রীর পরকীয়ার কারণে স্বামী মারা গেছেন।
অন্যদিকে হাসিনা আক্তার হাসির ভাই আমিরুল ইসলাম জানান, সাইফুর রহমান মুর্শেদ নেশাগ্রস্ত ছিলেন।
মাধবপুর থানার পরিদর্শক-তদন্ত গোলাম দস্তগীর আহামেদ জানান, ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply