মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের এক কুয়েত প্রবাসীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রবাসী জালাল মিয়া এ অভিযোগ করেন।
তার অভিযোগ, তিনি দীর্ঘদিন যাবৎ কুয়েত ছিলেন। এ সময় তার স্ত্রী মনোয়ারা খাতুনের ব্যাংক একাউন্টে টাকা পাঠাতেন। অন্যদিকে একই গ্রামের দুলাল খাঁর সঙ্গে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এ খবর পেয়ে তিনি ২৫ মার্চ কুয়েত থেকে দেশে ফিরে আসেন। এরপর থেকে মনোয়ারা খাতুন ও দুলাল খাঁ মিলে তাকে নারী নির্যাতন মামলা সহ বিভিন্ন মামলা দিয়ে জেল খাটানো ও মেরে ফেলার হুমকি দিচ্ছে।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জালাল মিয়া সাংবাদিকদের জানান।
Leave a Reply