মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর অধিকার আদায়ে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করার সময় প্রেমিকা হামলায় আহত হয়েছে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রেমিকাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।
পুলিশ ও এলাকার লোকজন জানায়, মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাশপাড়া গ্রামের ডলি আক্তার নামের এক যুবতী বিয়ের দাবিতে একই ইউনিয়নের এক্তারপুর গ্রামের আরব আলীর বাড়িতে গিয়ে অনশন শুরু করে। এক পর্যায়ে রবিবার, ৭ জুলাই (২৩ আষাঢ়) দুপুরে প্রেমিকের বাড়ির লোকজন তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডলি আক্তারকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
Leave a Reply