মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হরষপুর রেল স্টশনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধন শেষে বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহামেদের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী ডা আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ফারুক আহাম্মেদ পারুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সদস্য আব্দুল হাই, নারায়ন চন্দ্র পাল, অভিভাবক সদস্য আশরাফ আলী বাবুল, আবু বক্কর ছিদ্দিক, যুবলীগ নেতা মিজানুর রহমান, ধর্মঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক আরমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং শিক্ষার্থী অমিত হাসান ও মারুফ আহাম্মেদ।
Leave a Reply