মাধবপুর প্রতিনিধি : ঈদের আনন্দ উপভোগ করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা এলাকার সোনাই নদীর রাবার ড্যামে ভিড় করছেন দর্শনার্থীরা। শনিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকার লোকজন ছুটে আসেন নজরকাড়া এই জায়গায়। অনেকে পরিবার-পরিজনে নিয়ে আসেন।
এ সময় অনেককে সোনাই নদীতে নেমে ছবি তুলতেও দেখা গেছে।
করোনা পরিস্থিতির কারণে সাতছড়ি জাতীয় উদ্যোন ও আশেপাশের পর্যটন এলাকাগুলো বন্ধ থাকায় সোনাই নদীর রাবার ড্যামই যেন প্রশান্তির একমাত্র অবলম্বন হয়ে উঠেছে।।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার-ভূমি মহিউদ্দিন আহামেদ জানান, সোনাই নদীর রাবার ড্যাম এলাকায় জনসমাগম হয়ে থাকলে দ্রুত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply