হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা স্টেশনের অদূরে পাহাড়ি ঢলে একটি সেতু ভেঙ্গে পড়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই হবিগঞ্জের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নামে। এতে উপজেলার ইটাখোলা এলাকার তেলনিয়া খালের উপর নির্মিত রেল সেতুটি ভেঙ্গে যায়।
বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, সেতুটি মেরামত করতে দুইদিন লাগতে পারে।
Leave a Reply