মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানের চা শ্রমিক সুজিত রেলি হত্যা মামলার আসামি বিজয় রেলি (১৯) গ্রেফতার হয়েছে। শুক্রবার ভোরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আবুল কাশেম নয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করেন। সে নয়াপাড়া চা বাগানের মহাদেব রেলির ছেলে।
সোমবার পূর্ব বিরোধের জের ধরে হেলাল রেলির নেতৃত্বে কয়েকজন মিলে সুজিত রেলিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সুজিত রেলির ছেলে হেলাল রেলিকে প্রধান আসামি দিয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply