মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে করোনা পরিস্থিতির কারণে সবজিহাট স্থানাস্তরের প্রতিবাদে ব্যবসায়ীরা একদিন ব্যবসা বন্ধ রাখার পর পুনরায় সবজি বিক্রি শুরু করেছেন।
রবিবার সকাল থেকে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে আগের জায়গায় ২৮টি দোকান বসে। এর আগে শনিবার মাধবপুর স্টেডিয়ামে বসে দুয়েকটি দোকান।
মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক জানান, ব্যবসায়ীরা স্টেডিয়ামে যেতে চাইছেন না। কারণ রোদ বেশি এবং ক্রেতার উপস্থিতি কম। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার-ভূমি এবং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক মিলে আগের জায়গায় সীমিত পরিসরে প্রতিদিন ৩০টি সবজির দোকান বসতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply