মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা সাবেক ইউপি সদস্য সাক্কন মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাচুর ও লুটপাট করেছে। আহত করেছে চারজনকে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সাক্কন মিয়া তার বাড়ির কাছে অপরিচিত কয়েকজনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তাদের পরিচয় জানতে চান। সঙ্গে সঙ্গে তারা তার উপর ঝাঁপিয়ে। এ সময় সাক্কন মিয়ার ছেলে আব্দুর রহিম জনি প্রতিবাদ করলে তাকেও মারপিট করা হয়।
এখানেই শেষ নয়, এ ঘটনার কিছুক্ষণ পরেই নাঈম নামের এক ব্যক্তির নেতৃত্বে তার সঙ্গীরা সাক্কন মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। হামলায় সেলিম ও আলিফা খাতুন নামের আরও দু’জন আহত হন।
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মজিবুর রহমান চৌধুরী জানান, নাঈমের নামে মাদক মামলা রয়েছে। তবে সে জামিনে আছে। হামলার বিষয়টি তিনি শুনেছেন।
Leave a Reply