মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন ও সাবেক চেয়ামর্যান আরিফুল ইসলাম আরিফের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ইউপি মেম্বার সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনতলা রেল স্টেশন এলাকা ও কলেজ রোড এলাকায় থেমে থেমে এ সংঘর্ষ হয়। এ সময় বাজারের ব্যবাসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক চেয়াম্যান আরিফুল ইসলাম আরিফের সমর্থক নয়ন ও বর্তমান চেয়ারম্যান মো আলাউদ্দিনের ছেলে কৌশিকের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহতদের মধ্যে ইউপি সদস্য ফয়সলও রয়েছেন।
আহতদের কয়েকজনকে মাধবপুর উপজেলা হাসপাতালে ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চেয়ারম্যান আলাউদ্দিন জানান, সাবেক চেয়ারম্যানের লোকজন ইউনিয়ন অফিসে হামলা করে ও বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। সিসি ক্যামরায় রেকর্ড আছে।
অপরদিকে সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, বর্তমান চেয়ারম্যানের লোকজন তার লোকদের উপর হামলা চালায়। এ নিয়ে সংঘর্ষ হয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply