মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সম্মিলিত উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে ডাকবাংলো মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শাহ গিয়াস উদ্দিন, মাওলানা এহতেশাম উল হক, মাওলানা সালাউদ্দিন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা তাজুল ইসলাম, গোলাম মোস্তফা জীবন মিয়া ও ব্যবসায়ী ওয়াসিম আকরাম।
বক্তারা বলেন, টঙ্গী ইজতেমার পর আর কোন ইজতেমা নেই। তাবলিগ জামাত থেকে বিচ্যুত সাদপন্থীদের ইজতেমা বন্ধের প্রশাসনকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।
Leave a Reply