মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাউথ কাশিমনগর উচচ বিদ্যালয় ম্যানেজিয় কমিটি-এসএমসির দাতাসদস্য পদ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। অভিযোগ করা হয়েছে, এই পদে প্রধান শিক্ষক নিজের লোক নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
এ ব্যাপারে এসএমসির সাবেক সভাপতি মো লোকমান ভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন, সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয় এসএমসির সভাপতি থাকাকালীন তিনি পরবর্তী ম্যানেজিং কমিটিতে দাতাসদস্য হতে নীতিমালা অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন পূর্বে বিদ্যালয় তহবিলে ২০ হাজার টাকা জমা দেন। সর্বসম্মতভাবে তা গ্রহণও হয়; কিন্তু পরবর্তী করোনাকালে এডহক কমিটি গঠিত হয়।
তিনি আরও উল্লেখ করেছেন, ২০২২ সালের ২০ এপ্রিল এসএমসি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়; কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদ হোসেন তাকে দাতাসদস্য না করে নিজের পছন্দের লোক দিয়ে কমিটি গঠনের উদ্দেশ্যে তার দাতাসদস্য পদের নির্ধারিত ফরম জমা নিচ্ছেননা।
মো লোকমান ভূঁইয়া জানান, তিনি বৈধ দাতাসদস্য। প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাংকের মাধ্যমে টাকাও বিদ্যালয় একাউন্টে জমা দিয়েছেন; কিন্তু প্রধান শিক্ষক আরেক দাতাসদস্য আছেন বলে প্রচার করে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মো লোকমান ভূঁইয়ার টাকা জমা দেওয়ার পর ৩টি এডহক কমিটি হয়। পরপর ৩টি কমিটি চলে যাওয়ায় তিনি এখন আর দাতাসদস্য হতে পারবেন না। নতুন একজন দাতাসদস্য হওয়ার জন্য টাকা জমা দিয়েছেন।
মো লোকমান ভূঁইয়ার জমাকৃত টাকা ফেরৎ পাবেন কি না জানতে চাইলে তিনি জানান, এমন কোন নির্দেশনা নেই।
এ ব্যাপারে এসএমসি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশ্রব আলী তাপসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মো লোকমান ভূঁইয়া ২ বছর আগে দাতাসদস্য হওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন। এরপর ৩টি এডহক হয়ে গেছে। এখন তিনি দাতাসদস্য হতে পারবে কি না সে সম্পর্কে বিধিমালায় সুস্পষ্ট ব্যাখ্যা নেই। তবে তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন।
Leave a Reply