মাধবপুর প্রতিনিধি : মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান মাদক নির্মূল সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে থানার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ওসি জানান, যেকোন মুল্যে মাধবপুরকে মাদকমুক্ত করা হবে। মাদক চোরাকারবারী ও গড ফাদার সহ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কেউই পুলিশের সাঁড়াশি অভিযান থেকে রেহাই পাবে না।
তিনি জানান, সীমান্তবর্তী ইউনিয়ন সহ তালিকা ধরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ অভিযানে নেমেছে।
ওসি মাদক নির্মূলে সচেতন নাগরিক ও সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিনও উপস্থিত ছিলেন।
Leave a Reply