মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকা সহ সারা উপজেলায় সরস্বতী পূজার প্রস্তুতি সম্পন্ন। বৃহস্পতিবার সকাল থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ করে শিক্ষার্থীরা বিদ্যাদেবীর আরাধনায় রত হবেন।
প্রতিটি পূজামণ্ডপ অপরূপ সাজে সাজানো হয়েছে। চলছে কারুকার্যের প্রতিযোগিতা। পূজারী আর দর্শনার্থীদের আকৃষ্ট করতে সাজসজ্জা-আলোকসজ্জায় লাখ লাখ টাকা ব্যয় করা হচ্ছে। ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। প্রতি বছরের ন্যায় এবারও মাধবপুরে ৩ দিনব্যাপী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।
মাধবপুর পৌর এলাকায় নবোদয় সংঘ, বিনোদন সংঘ, নিউ ইয়াং ক্লাব, তরুণ ক্লাব, লাল বাহাদুর ক্লাব, সৎ সঙ্গ ক্লাব, নিউ স্টার ক্লাব ও রংধনু ক্লাব সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিদ্যাদেবীর পূজা হবে।
নিউ ইয়াং ক্লাবের দ্বিপ রায় ও সজিব রায়, নিউ স্টার ক্লাবের সভাপতি সোহেল রায়, তরুণ ক্লাবের সদস্য উমন চক্রবর্তী, বিনোদন সংঘের পল্লব ভৌমিক ও নবোদয় সংঘের রাহুল ঘোষ নিজ নিজ প্রস্তুতির কথা জানালেন।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক-তদন্ত গোলাম দস্তগীর জানান, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
Leave a Reply