মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার কাটিয়ারা এলাকায় সরস্বতী পূজায় নিউ স্টার ক্লাব ও লাল বাহাদুর সংঘের মাঝে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বুধবার রাত ৩টার দিকে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত সোহেল রায় জানান, রাত ১টার দিকে লাল বাহাদুর সংঘের কিছু সদস্য তাদের সংগঠনের পূজামণ্ডপে এসে উল্টাপাল্টা নাচানাচি শুরু করে। এতে তারা বাধা দিলে ঘণ্টা দুয়েক পরে লাল বাহাদুর সংঘের ৪০/৫০ জন সদস্য এসে নিউ স্টার ক্লাবে হামলা চালায়।
এলাকার পৌর কাউন্সিলর বিশ্বজিৎ পাল জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ রকম ঘটনা মাধবপুরে সরস্বতী পূজার ভাবমূর্তি নষ্ট করেছে।
হামলায় গুরুতর আহত সোহেল রায়, জুয়েল রায়, পংকজ পাল, আকাশ পাল, প্রিতম দাস ও বাপ্পি পালকে মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মো ইকবাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কেউ এখানো কোন অভিযোগ করেনি।
Leave a Reply