মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামে সরকারি জায়গা কেটে নেওয়া গাছ পুলিশ জব্দ করেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের সরকারি জায়গা থেকে ১৮টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে শুভ নামের এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে গাছগুলো উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন খোকনের জিম্মায় রাখে।
মাধবপুর থানার অন্তর্গত কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইমরান জানান, থানার অফিসার ইনচার্জের স্যারের নির্দেশে গাছগুলো জব্দ করে ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
Leave a Reply