মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিজিবির দায়ের করা মামলায় হয়রানির প্রতিবাদ জানিয়ে ও প্রতিকার চেয়ে একটি পরিবার সংবাদ সম্মেলন করেছে।
বুধবার বিকেলে উপজেলার শিয়ালউড়ি বাজারে আহুত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, শিয়ালউড়ি গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে সাইফুর রহমান টিটু।
তিনি জানান, তার বড়ভাই আজিজুর রহমান একজন পল্লী চিকিৎসক। তার একটি ফার্মেসি আছে। গত ৩১ জুলাই তিনি রোগী দেখে বাড়ি ফেরার পথে ৫৫ ব্যাটেলিয়নের হরষপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মামুনুর রশিদ সহ একদল বিজিবি সদস্য তাকে আটক করে নিয়ে যান। সেদিন আরো ২ জনকে আটক করে বিজিবি। তারাও ভাল মানুষ। অথচ বিজিবি সদস্যরা আজিজুর রহমানকে ইয়াবা দিয়ে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে তিনজনকে এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি দিতে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য শফিকুল ইসলাম, আজিজুর রহমানকে একজন ভাল মানুষ বলে আখ্যায়িত করেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply