মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে উপজেলা অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলম খানের সংগঠনের টাকা আত্মসাৎ করা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার বিকেলে মাধবপুর পৌর এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী, ইউসুফ মিয়া, মো জসিম চৌধুরী, শ্রীচরন দাশ, কামাল খান, আবদুল আউয়াল প্রমুখ।
বক্তারা বলেন, আলম খানকে সংগঠনের ২ লাখ ৭৫ হাজার টাকা ফেরৎ দিতে হবে। অন্যথায় তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
এর আগে মাধবপুর উপজেলা অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলম খানকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
গত ১৫ জুন হবিগঞ্জ জেলা অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক শ্রমিক ইউনিয়নের সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে আলম খানকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, মাধবপুর উপজেলা অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন গোল্ডেন জেলা কমিটি বরাবর লিখিত অভিযোগ করেন যে, সংগঠনের সাধারণ সম্পাদক আলম খান সংগঠনের ২ লাখ ৭৫ হাজার টাকার হিসাবে গড়মিল করেছেন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আলম খানকে পর পর ৩ বার নোটিশ করা হয়; কিন্তু তিনি কোন উত্তর দেননি। তাই সংগঠনের নীতিমালা লঙ্ঘন করায় তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
Leave a Reply