মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক-বেবিটেক্সি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো আনোয়ার হোসেন গোল্ডেন সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কামাল খান শ্রমিক কল্যাণ সম্পাদক, আউয়াল মিয়া প্রচার সম্পাদক, মোহাম্মদ আলী অর্থ সম্পাদক ও ইছুব মিয়া সদস্য নির্বাচিত হন।
পরে মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে আলম খান সাধারণ সম্পাদক, তাহের মিয়া জ্যেষ্ঠ সহ সভাপতি, আলমগীর হোসেন সহ সভাপতি, সেলিম মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, হাসান মিয়া সাংগঠনিক সম্পাদক এবং তাহের মিয়া সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন, উপজেলা সমবায় কর্মকর্তা তাপস কান্তি বড়ুয়া।
Leave a Reply