মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে বায়েজিদ নামে এক শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
সে গ্রামের জুনাইদ মিয়ার ছেলে। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে; কিন্তু এলাকায় প্রচারিত হয়েছে, জ্বিনের আছরে মারা গেছে শিশুটি। ডাক্তার বায়েজিদকে মৃত ঘোষণা করলে দ্রুত দাকে কবর দেয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।
শিশুটির দাদা আবু বক্কর জানান, তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। সকালে তার ছেলের বৌ বায়েজিদের সৎ মা পান্না তাকে ফোনে জানান, বায়েজিদ অসুস্থ, তাকে নিয়ে তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন; কিন্তু কিছুক্ষণ পর আবার ফোন করে জানানো হয়, ডাক্তার জানিয়েছেন, তার কাছে নেয়ার আগেই বায়েজিদ মারা গেছে। পুত্রবধূ আরো জানান, বায়েজিদের পাতলা পায়খানা হচ্ছিল।
বায়েজিদের ফুফু তাহমিনা জানান, বায়েজিদ ঘুমের মধ্যে মাঝে মাঝে চিৎকার করতো। এ জন্য তাকে কবিরাজ দেখানো হয়।
বায়েজিদের সৎ মা পান্না জানান, সকালে বায়েজিদকে নিশ্চুপ দেখে তিনি, তার স্বামী ও দেবর মিলে তাকে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার বায়েজিদকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গ্রামের সর্দার আব্দুল আজিজ জানান, তিনি সকাল বেলা জানতে পারেন, বায়েজিদ মারা গেছে। তাকে জ্বিনে আছর করেছিল। আবার গালে ও মুখে দাগ আছে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক-তদন্ত কামরুজ্জামান জানান, ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply