মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শিশুধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।
এই ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ব্যবসায়ী গেদু মিয়াকে রবিবার হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার রাতে উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামে এক দুবাই প্রবাসীর শিশুকন্যা আইসক্রিম কিনতে গেদু মিয়ার দোকানে গেলে এই ব্যবসায়ী তাকে ধর্ষণ করে বলে সে বাড়ি ফিরে মায়ের কাছে অভিযোগ করে।
রাতেই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার সন্ধ্যায় মাধবপুর থানার এসআই মুমিনুল ইসলাম গেদু মিয়াকে গ্রেফতার করেন। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা করেছেন।
Leave a Reply