মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এক গ্রামপুলিশ ও তার ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চৌমোহনী ইউনিয়নের মহাব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় গ্রামপুলিশ জগদীশ সরকার ও তার ছেলে অজিত সরকারকে মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামপুলিশ জগদীশ সরকার জানান, সকালে শিশুদের মাঝে ঝগড়া লাগলে গ্রামের মাহফুজ আলী ও তার ভাগনে সাগর মিয়া তাদের বাড়িতে এসে তাকে ও তার ছেলেকে পিটিয়ে আহত করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply