মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বছরের প্রথম দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন।
রবিবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায় ও উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান।
Leave a Reply