মাধবপুর প্রতিনিধি : লকডাউন আইন ভঙ্গ করে অন্য এলাকা থেকে এসে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘুরেফেরা করার দায়ে নারী সহ ৩ জনের জেল-জরিমানা হয়েছে।
রবিবার দুপুরে হরষপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন বাংলাদেশের দুর্গাপুর গ্রাম থেকে চাঁদপুরের কচুয়া উপজেলার বিয়ারা গ্রামের লোকমান মিয়ার ছেলে স্বপন মিয়া ও আলাউদ্দিন মিয়ার মেয়ে রুনা আক্তার এবং মোটরসাইকেল চালক বেরকোটা গ্রামের আইয়ুব আলীর ছেলে আলম আলীকে আটক করেন। তাদের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকাও পাওয়া যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্বপন মিয়াকে ১ মাসের কারাদণ্ড , আলম আলীকে ৭ দিনের কারাদণ্ড ও রুনা আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
তাদের টাকা ফেরৎ দেওয়া হয়েছে।
Leave a Reply