মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে লকডাউন চলকালীন সরকারি নিদের্শনা অমান্য করায় ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৩টি মামলা দায়ের করেছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার-ভূমি মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ উপজেলার নোয়াপাড়া ও জগদীশপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই অভিযানকালে এসব মামলায় ৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, আগেরদিন শনিবার স্বাস্থ্যবিধি না মেনে ও সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ২২টি মামলায় ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় সেনবাহিনীর ১৩ ইস্ট বেঙ্গলের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply