মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও জন্মগত হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ২২ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে প্রত্যেক রোগীর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশ্রাব আলীর সঞ্চালনায় চেক বিতরণকালে আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, হবিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মাধবপুর প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান।
Leave a Reply