মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেল স্টেশনের সীমানা প্রাচীর মানুষের চলাচলের রাস্তা রেখে নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শনিবার দুপুরে নোয়াপাড়া রেল স্টেশনের অদূরে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সৈয়দ মো সোহেল, আব্দুল মান্নান খোকন ও মিজানুর রহমান চকদার।
বক্তারা বলেন, নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের সীমানা প্রাচীর নির্মাণ করা হচেছ; কিন্তু রাস্তা না রেখে সীমানা প্রাচীর নির্মাণ করা হলে ব্যাঙ্গাডোবা গ্রামের ৭ শতাধিক মানুষের চলাচলের কোন উপায় থাকবে না।
তাই তারা এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তা রেখে সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানান।
Leave a Reply