মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে নিয়মিত চলাচল ও কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
এলাকাবসী ও আহতরা জানান, উপজেলার কুটানিয়া গ্রামের সাইফুল আলমের সঙ্গে একই গ্রামের মতি মিয়ার নিয়মিত চালাচল ও কবরস্থানে যাওয়ার রাস্তা নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় সাইফুল আলম (৪৪), আব্দুস সাত্তার (৬০), জিয়াউর রহমান (২৫), রৌশন আরা (৫০) ও এখলাছ মিয়াকে (৩২) মাধবপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।