মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে রাস্তা বন্ধ করে খড় দিয়ে কুঞ্জ নির্মাণ করতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা চালিয়ে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রতন মিয়া, চাঁন বানু ও সাব্বির আহামেদকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রতন মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রতন মিয়ার স্ত্রী মিনারা খাতুন জানান, একই গ্রামের জসিম মিয়া ও তার লোকজন রাস্তা বন্ধ করে খড় দিয়ে কুঞ্জ বানানোর সময় তার স্বামী বাধা দিলে তারা তাদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম দাস জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply