মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানকে সমাহিত করা হয়েছে।
রবিবার বাদ জোহর মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তার তৃতীয় নামাজে জানাজায় মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।
এর আগে সকালে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুই বার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে মাধবপুর পৌর এলাকার কৃষ্ণনগরে পারিবারিক কবরস্থানে দেশমাতৃকার এই বীর সন্তানকে চিরশয্যায় শায়িত করা হয়।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী পাঠানের শেষ নামাজে জানাজার আগে তার প্রতি সম্মান জানিয়ে বক্তব্য রাখেন, নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় প্রতিনিধি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, আওয়ামী লীগ নেতা রহম আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও চেয়ারম্যান ফারুক পাঠান।
Leave a Reply