মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সোনাই নদীর চৌমোহনী রাবার ড্যাম এলাকা থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
এই রাবার ড্যাম এলাকার এলজিইডি নির্মিত রাস্তায় বেশ কিছু গাছ রয়েছে। সেখানে রবিবার উপজেলার চৌমোহনী ইউনিয়নের বড়ুরা গ্রামের আবুল মাসুমের ছেলে তাজবিত ২টি গাছ কেটে ফেলে। তবে এলাকাবাসীর বাধার কারণে নিয়ে যেতে ব্যর্থ হয়।
তাজবিত জানায়, দুলাল সিদ্দিকী নামের এক ব্যক্তির নির্দেশে গাছগুলো কাটা হয়।
চৌমোহনী বারাব ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুজন মিয়া জানান, ঘটনাটি সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন উত্তর দিতে পারেননি।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, গাছগুলো জব্দ করা হয়েছে। বন বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply