মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে রুবেল মিয়া (১৮) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার ভোরে উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল মিয়া এই গ্রামের ফালান মিয়ার ছেলে।
এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য আবু মিয়া জানান, রুবেল মিয়া তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে বিষপান করে ছটফট করতে থাকলে বাড়ির লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, রুবেল মিয়ার বিষপানের কারণ জানা যায়নি।
লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার নোয়াগাঁও গ্রামে সজল মিয়া (২৩) নামের এক কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সে এই গ্রামের মিয়া হোসেনের ছেলে ও বৃন্দাবন সরকারি কলেজের স্নাতক সম্মানের ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে গেছে, সোমবার পাশের গ্রামের এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায় সজল মিয়া। সেখান থেকে রাতে বাড়ি ফিরে নিজের ঘরে শুয়ে পড়ে; কিন্তু মঙ্গলবার ভোরে ছটফট করতে থাকে। ব্যাপারটি আঁচ করতে পেরে পরিবারের লোকজন তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে বিষপান করছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারণ জানা যায়নি।
Leave a Reply