মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মুজিববর্ষ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের কর হয়।
শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার পরিদর্শক-তদন্ত গোলাম দস্তগীর আহামেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ মুসলিম, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশু গুপ্ত ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক পাঠান।
Leave a Reply