মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সামাজিক সংগঠন জাগো নবীন ক্লাব আয়োজিত মিনিবার গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট শেষ হয়েছে।
শুক্রবার বিকেলে মাধবপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শিবপুর একাদশ ও নয়াপাড়া একাদশ। নির্দিষ্ট সময়ে খেলা ছিল গোলশূন্য। পরে টাইব্রেকারে নয়াপাড়াে একাদশকে ১-০ গোলে হারিয়ে শিবপুর একাদশ শিরোপা জয় করে। খেলায় রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন জুলহাস উদ্দিন রিংকু।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন, মাধবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজিব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী মোহাম্মদ এরশাদ, সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন গোল্ডেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান কুতুব, জাগো নবীন ক্লাবের উপদেষ্টা জামাল উদ্দিন, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বল, ছাত্রনেতা শেখ জাহান রনি, জাগো নবীন ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শান্ত আহাম্মেদ।
Leave a Reply