মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা ও অযথা ঘুরাফেরার দায়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা গুণতে হয়েছে।
শুক্রবার বিকেলে সহকারী কমিশনার-ভূমি মহিউদ্দিন আহামেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাধবপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায়ের পাশপাশি মামলাও দায়ের করে।
মামলা দায়ের হয়েছে ৭টি আর জরিমানা আদায় করা হয়েছে ২ হাজার ২০০ টাকা। প্রতিদিনই এভাবে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে দণ্ড দেওয়া হচ্ছে।
Leave a Reply