মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে এ সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত সোহেল মিয়া, জালাল মিয়া, খোকন মিয়া লস্কর, আহাদ মিয়া, সিজল মিয়া, সুজন মিয়া, ফরহাদ মিয়া, ওসমান, কাউছার মিয়া লস্কর, হারুন মিয়া ও অহিদ মিয়াকে মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, শিমুলঘর গ্রামের লেচু মিয়ার ছেলে শাহআলম মিয়া বাদি হয়ে কিছুদিন আগে গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে রোকন মিয়া ও তাহের মিয়ার ছেলে কুতুব মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এর জের ধরে সংঘর্ষ বাঁধে।
Leave a Reply