মাধবপুরে মাদক সেবনকারী আওয়ামী লীগ নেতা : পদবী স্থগিত
Published: 14. Nov. 2019 | Thursday
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক মাদক সেবনকারীকে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক করায় যেমনি দলের সাধারণ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন তেমনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে ফিরছে।
সম্প্রতি উপজেলার চৌমোহনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনে একটি সভা অনুষ্ঠিত হয়। এরপর গত বুধবার হঠাৎ করে হাফিজুর রহমান গোলাপ মিয়াকে সভাপতি ও মারফত আলীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।
উল্লেখ্য, ২০১৬ সালে মাধবপুর থানায় মারফত আলীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়। তার ইয়াবা সেবনের একটি ভিডিওচিত্র ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ থাকায় তার পদবী স্থগিত করা হয়েছে।
সর্বাধিক পঠিত খবর
- টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত হলেন মাহতাবুর রহমান নাসির
- ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় মুক্তি’ স্লোগান নিয়ে ক্রীড়া উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ
- নবীগঞ্জের তন্নী হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত প্রেমিক রানু
- সিলেটে মাইটিভি কার্যালয় পরিদর্শন করলেন কণ্ঠশিল্পী মনির খান
- বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত