মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক ব্যবসায় জড়িত অভিযোগে আব্দুস সোবহান নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার সকালে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হলে বিচারক আব্দুস সোবহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাধবপুর থানার ওসি আব্দুল রাজ্জাক জানান, শনিবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামানসহ একদল পুলিশ ধর্মঘর সস্তামুড়া এলাকায় আব্দুস সোবহানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একধিক মামলা রয়েছে।
আব্দুস সোবহান দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে বলে ওসি জানান।
Leave a Reply