হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাছিম রেজা এ রায় দেন। একই সাথে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডিত দীপু সরকার মাধবপুর উপজেলার একতারপুর নোয়াহাটি গ্রামের রাজমোহন সরকারের ছেলে ।
২০০৪ সালের ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দীপু সরকার তার মা রৌশন বালা সরকারকে ভাত দিতে বলে; কিন্ত মা ভাত দিতে অপারগতা প্রকাশ করলে ছেলে লাঠি দিয়ে তাকে পেটাতে থাকে। গুরুতর আহত অবস্থায় মাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারধরের ঘটনার পরই আশেপাশের লোকজন দীপু সরকারকে আটক করে মাধবপুর থানায় হস্তান্তর করেন। পরদিন ১৬ এপ্রিল পিতা রাজমোহন সরকার বাদি হয়ে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Leave a Reply