মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মসজিদ, ঈদগা ও মাজারে যাওয়ার রাস্তা বন্ধের প্রতিবাদে ও এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুলতান উদ্দিন, আব্দুর রহমান চৌধুরী, সুলেমান চৌধুরী ও ফুরখান উদ্দিন রুমন।
বক্তারা অভিযাগ করেন, লিটন মিয়া নামের এক ব্যাক্তি দেওগাঁও গ্রামের প্রাচীন একটি মসজিদ, ঈদগা ও মাজারে যাওয়ার রাস্তা বন্ধ করে দিতে চাইলে তারা প্রতিবাদ জানান। এজন্যে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।
তারা অবিলম্বে হয়রানিমূলক এই মামলা প্রত্যাহার করার দাবি জানান।
Leave a Reply