মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বহরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আলাউদ্দিন, শিক্ষক মজিবুর রহমান বাহার, আব্দুল জলিল, শাহীন আলম রিপন, আব্দুল কাদির, রেজাউর রহমান, বিধান দেব, স্বপন বিশ্বাস, নজরুল ইসলাম, সুমন দেব, লিয়াকত খান, লিটন চন্দ্র দেব, আজিজুর রহমান ও মফিজুল ইসলাম সহ অন্যান্য ব্যবসায়ী।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারে কোন মারামারি হলেই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়। গত ৭ এপ্রিল মনতলা বাজারের ব্যবসায়ী রহিম মিয়ার দোকানে হামলা ও ভাংচুর করা হয়েছে। এ ঘটনার পর থেকে ব্যবসায়ীরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। ক্রেতাও বাজারে কম আসছে।
Leave a Reply