মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ৮টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার-ভূমি মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ মাধবপুর উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় স্বাস্থ্যবিধি না মেনে ও কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে অযথা ঘুরাফেরা করার দায়ে বিভিন্ন জনের বিরুদ্ধে ৮টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply