মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯টি মামলায় ২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে।
বুধবার দুপুরে মাধবপুর পৌর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় সরকারি নির্দেশ অমান্য করে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ের এই মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিকসহ কাউন্সিলরগণ।
Leave a Reply