মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পরিবহণ মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে যাত্রীবাহী বাসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদ জানিয়েছেন।
মাধবপুর-হবিগঞ্জ বাস কাউন্টারের টিকেট মাস্টার রফিকুল ইসলাম শামীম জানান, বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান মাধবপুর থেকে হবিগঞ্জগামী ৩টি বাসে ৭ হাজার ৫ শ টাকা জরিমানা করেন।
এর প্রতিবাদের জেলা বাস মালিক সমিতির নির্দেশে মাধবপুর থেকে হবিগঞ্জগামী সকল বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এজন্যে উপজেলা পরিষদ ভবনের সামনে বাস সারিবদ্ধ করে রাখা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকতার সঙ্গে বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হলে উপজেলা পরিষদের সামনে থেকে বাস সরিয়ে নেওয়া হয়।
Leave a Reply