মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা মাধবপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ৩টি রড-সিমেন্টের দোকান মালিককে ক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করার দায়ে ২৬ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া একটি ফলের দোকানের মালিককে ২৬০ টাকায় তরমুজ কিনে করে ৫৫০ টাকায় বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে র্যাব-৯ এর একটি দল সহযোগিতা করে।
Leave a Reply