হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সরকারি ভূমিতে বসবাসকারী ২৫টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করে ভূমি দখলের পায়তারা করছে এলাকার একটি প্রভাবশালী চক্র। এ উদ্দেশ্যে কেটে ফেলেছে ৫ শতাধিক গাছের চারা। হামলা চালিয়ে ভাংচুর করেছে ঘরবাড়ি। এ ব্যাপারে থানায় মামলা করেও ফল মেলেনি। উল্টো আসামিদের হুমকিতে বাদিপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট থেকে ইজারা নিয়ে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকায় এই ২৫টি পরিবার প্রায় ১৫ বছর ধরে বাস করছে। ইদানিং এলাকার একটি চক্র এই ভূমি দখল করতে মরিয়া হয়ে উঠছে। তাজুল ইসলাম ও রুখু মিয়া সহ একটি চক্র ঐ ভূমিহীনদের বাড়িতে হামলা চালায়, ভাংচুর করে এবং গাছের চারা কেটে ফেলে। এ ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে আসামিরা জামিন নিয়ে এসে আবারো উচ্ছেদের ষড়যন্ত্র করেছে। প্রতিনিয়ত তাদেরকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে।
অন্যদিকে আসামিপক্ষ জানিয়েছে, এলাকার কবরস্থান দখল মুক্ত করতে তারা গ্রামাবাসীর সাথে ছিল। দখল বা উচ্ছেদের ঘটনার সাথে তারা জড়িত নয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির আলম জানিয়েছেন, মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়েছে। যদি তারা আবারো হামলায় জড়ানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply