রাজীব দেব রায় রাজু, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে নিত্যপণ্যের ব্যবসায়ীরা ভাল নেই। দারুণ হতাশায় ভুগছেন। কারণ বেচাকেনা নেই। তাই পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে।
মাধবপুর স্টেডিয়ামে স্থানান্তরিত অস্থায়ী বাজারে গিয়ে গেলে দোকানদার ধনঞ্জয় রায় জানান, পাইকারদের নিকট থেকে বেশি দামে পণ্য কিনতে হয়েছে; কিন্তু আগের মতো বিক্রি নেই।
চাল ব্যবসায়ী আক্তার মিয়া জানান, যে চাল আগে ৩২ থেকে ৩৫ টাকা বিক্রি হতো এখন তা ৪৪ টাকা থেকে ৪৬ টাকা। এছাড়া মুদিদোকানিরা অস্থায়ী বাজারে না আসায় অনেক ক্রেতা মুুদিদোকান থেকে চাল কিনে নিচ্ছেন। সরকার সহজ শর্তে ঋণ না দিলে সংকট মোকাবেলা সম্ভব নয়।
মাধবপুর সবজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছুট্টো মিয়া জানান, একেতো গরম তারউপর গণপরিবহণ বন্ধ থাকায় দূরের ক্রেতারা আসছে না। তাই বিক্রি এক তৃতীয়াংশে নেমে এসেছে।
আর ফজলে লোহান চৌধুরী নামের এক ক্রেতা জানালেন, ‘কারোনা’র ভয়ে খুব প্রয়োজন না হলে কেউ ঘর থেকে বের হচেছনা।
Leave a Reply