মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার টমটম দিয়ে গাঁজা পাচারের সময় ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর এলাকা থেকে পুলিশ ৫০ কেজি ভারতীয় গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রুবেল মিয়া উপজেলার শ্যামপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বেলঘর এলাকায় অভিযান চালিয়ে একটি টমটম আটক করে। পরে টমটমের ভিতর থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
মাধববপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মাধবপুরকে মাদক মুক্ত করতে পরিকল্পনা মোতাবেক কাজ চলছে।
Leave a Reply